৫ দিন বন্ধের পর বুধবার খুলছে পুঁজিবাজার

আসন্ন ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে টানা ৫ দিন বন্ধের পর বুধবার থেকে চালু হচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এর আগে ২৩ ও ২৪ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ওই দুইদিনও দেশের দুই পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। এতে টানা ৫ দিন বন্ধের কবলে পড়েছিল পুঁজিবাজার।

আগামীকাল ২৮ জুন তারিখে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে কর্মদিবস শুরু হবে। একই সঙ্গে লেনদেনের সময়ও আগের নিয়মে ফিরে যাবে।

আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুন ২০১৭