ঈদের ছুটির কারনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ২১ আগস্ট মঙ্গলবার থেকে ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ তারিখ থেকে আবার পুঁজিবাজারে লেনদেন চালু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটির কারনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।
এদিন সরকারি অফিস ও আদালতের সাথে দেশের সব বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রমও।
আগামী ২৬ আগষ্ট রোববার থেকে যথাযথ নিয়মে লেনদেন শুরু হবে উভয় স্টক একচেঞ্জে।
জাকির/আজকের বাজার