৫ বছরে ৩৫ হাজার কোটি রুপির অস্ত্র রফতানি করবে ভারত

আগামী ৫ বছরে ৩৫ হাজার কোটি রুপির অস্ত্র রফতানি করবে ভারত, এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম ইয়ন টিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার অস্ত্র ও প্রতিরক্ষা প্রদর্শনীতে দেওয়া এ ঘোষণায় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির হাব স্থাপনের কথাও জানান তিনি।

২০১৪ সালে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ভারত ২ হাজার কোটি রুপির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে। গত দুই বছরে তা বৃদ্ধি পেয়েছে ১৭ হাজার কোটি রুপিতে। গত ৫ বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্যে ভারতে লাইসেন্স দেওয়া হয়েছে ৪৬০টি। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২১০টি।

ভারত বর্তমানে আর্টিলারি গান, সাবমেরিন, হালকা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ও এসব সামরিক উপকরণের যন্ত্রাংশ তৈরি করছে।

সঠিক নীতি গ্রহণ না করায় ভারত এতদিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে আরো অগ্রসর হতে পারেনি বলেও মোদি জানান।

আজকের বাজার/এমএইচ