দেশের ৫টি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার সকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সম্প্রতি ৫ টি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।
জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড ও কার্ড তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি সিআইডি। কবে, কখন ও কোত্থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়েও কিছু জানানো হয়নি।
বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা সাড়ে ১১টায় সিআইডির ব্রিফিং করার কথা রয়েছে।
এস/