৫ মাসে মোটর সাইকেল নিবন্ধিত হয়েছে ১ লাখ ২৩ হাজার

২০১৭ সালের প্রথম ৫ মাসে দেশের রাস্তায় এক লাখ ২২ হাজার ৮১০টি মোটরসাইকেল নেমেছে। আর আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে ৮১৩টি করে নিবন্ধনকৃত মোটরসাইকেল রাস্তায় নেমেছে। তবে ২০১৬ সালের প্রতিদিনের গড়ের তুলনায় এই সংখ্যা কম। ওই বছর প্রতিদিন গড়ে ৯০৯টি করে মোটরসাইকেল রাস্তায় নামে।

এদিকে একই সময়ে কেবলমাত্র রাজধানী ঢাকাতে ২৬ হাজার ৮৯৩টি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে। আর প্রতিদিন হিসেবে ঢাকার রাস্তায় নেমেছে ১৭৮টি করে মোটরসাইকেল।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের মে মাস সারা দেশে মোট নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ১৮ লাখ ৪৭ হাজার ১৭৯টি। আর ঢাকায় রাস্তায় চলার জন্য নিবন্ধন নেওয়া মোটরসাইকেলের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ২১৯টি।

বিআরটিএ’র তথ্যমতে ২০১৬ সালে মোট ৩ লাখ ৩০ হাজার নিবন্ধনকৃদ মোটরসাইকেল রাস্তায় নেমেছে। যা তার আগের বছর ২০১৫ সালের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি।

বিআরটিএ বলছে, এখন মোটরসাইকেল উৎপাদন ও যন্ত্রপাতি সংযোগ দেশের ভেতরে হওয়ার কারণে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। ফলে অনেকেই এখন সহজেই একটি মোটরসাইকেলের মালিক হতে পারছেন। তবে এই কারণে রাস্তাঘাটে আগের তুলনায় জঞ্জাল আর যানজট বেড়েছে বলেও মনে করছে বিআরটিএ।

বিআরটিএর জরিপে দেখা গেছে, বেশিরভাগ মোটরসাইকেল মানুষ তার দৈনন্দিন যোগাযোগের উদ্দেশ্যে কিনলেও তরুণদের বড় একটা অংশ এবং রাজনৈতিক কর্মীরাও এখন মোটরসাইকেলের মালিক।

উল্লেখ, সম্প্রতি কর ছাড়ের সুযোগ নিয়ে মোটরসাইকেলের দাম কমিয়েছে সংযোজনকারী কোম্পানিগুলো। অন্যদিকে স্বস্তি এসেছে নিবন্ধন খরচেও। তাই ২০১৬ সালের ধারাবাহিকতায় ২০১৭ সালেও বিক্রিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিযুক্ত অবস্থায় (সিকেডি) মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেন। এতে সিসিভেদে (ইঞ্জিনের ক্ষমতা) মোটরসাইকেলের দাম ১০ থেকে ২০ হাজার টাকা কমেছে। আমদানিতে কর ছাড়ের কারণে মোটরসাইকেলের দাম কমেছে। বিক্রি বৃদ্ধির এটি সবচেয়ে বড় কারণ। আর নিবন্ধন ফি কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করায় বিক্রি বেড়েছে।

আমদানি করা মোটরসাইকেল বেশির ভাগ ভারত থেকে ও কিছু চীন থেকে আসে। দেশীয় কোম্পানিগুলো ইঞ্জিন আমদানি করে বাকি সব উপকরণ দেশে উৎপাদন করে। উৎপাদনকারীরা চায় আমদানি শুল্ক বাড়ানো হোক। তাহলে দেশের উৎপাদিত মোটরসাইকেলই কম দামে পাবে গ্রাহকরা।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭