সম্প্রতি শূন্যরেখা থেকে ৫ রোহিঙ্গার মিয়ানমারে ফেরত যাওয়া কোনোভাবেই প্রত্যাবাসন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এ রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে এ কথা বলেন বার্নিকাট।
বার্নিকাট বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। যুক্তরাষ্ট্র চায় দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়া হোক।
এর আগে মার্কিন প্রতিনিধি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শূণ্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে যায়। এসময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত স্যাম ব্রাউনবেকসহ ইউএনএইচসিআর এবং আইওএম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পায় এবং দ্রুত নিজ দেশে ফিরতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান স্যাম ব্রাউনবেক।
উল্লেখ, গত শনিবার তমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় মিয়ানমার যান ৫ রোহিঙ্গা সদস্য। এদের মধ্যে ৩ নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান। তবে নোম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়ে নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা বিজিবিকে কিছুই জানায়নি মিয়ানমার।
এস/