সাগর ও নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় রাজধানীর আড়ত ও খুচরা বাজারেও বেড়েছে সরবরাহ। আড়তদাররা বলছেন, দুই সপ্তাহ আগে বড় আকারের এক হালি ইলিশ ৪-৫ হাজার টাকায় বিক্রি হলেও, এখন ৩ হাজারের কম। তুলনামূলক কম দামে ইলিশ মেলায় ক্রেতারা ছুটছেন রাজধানীর পাইকারি এবং খুচরা বিক্রেতাদের কাছে।
রাজধানীর অন্যতম বড় মাছের আড়ত কাওরানবাজার এলাকায় বলা চলে ইলিশের ছড়াছড়ি এখানে।
এক সপ্তাহ আগে যে ইলিশের হালি ৫ হাজার টাকা ছিল, তা এখন বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়।
আড়ত থেকে কিনে একটু লাভে বিক্রি করছেন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীরা।
তুলনামূলক দাম কম হওয়ায় খুচরা ক্রেতারাও আসছেন কাওরান বাজারের আড়তে।
বিশেষজ্ঞরা বলছেন, নদীর নাব্য কমে যাওয়া এবং দূষণের কারণে কমে যাচ্ছিলো ইলিশের সংখ্যা। তবে, অভয়াশ্রমসহ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে ইলিশের সংখ্যা বাড়ছে।
বিচরণের পুরনো স্থানগুলোতে আবারো ইলিশ ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।