৫ হাজার টাকা তুলতেই বেরিয়ে আসছে দেড় লাখ টাকা!

এটিএম থেকে ৫০০ টাকা তুলতে গেলে বেরিয়ে আসছে ২৫ হাজার টাকা। আর কেউ ৫ হাজার টাকা তুলতে চাইলে বেরিয়ে আসছে ৫০ হাজার টাকা। আর তার বেশি টাকা এটিএম থেকে তুলতে গেলে নাকি বেরিয়ে আসছে দেড় লাখ টাকা। এটা কোনো গল্প নয় বাস্তবেই ঘটছে এ ঘটনা। আজব এ ঘটনাটি ঘটেছে দিঘায় ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম বুথে।

জানা গেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বুথ থেকে একজন পর্যটক ৫ হাজার টাকা তুলতে বুথ থেকে ৫০ হাজার টাকা বেরিয়ে আসে। সেই পর্যটক বাড়তি টাকা পুলিশকে ফিরিয়ে দিলেই টনক নড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ তখন হিসেব মিলাতে গিয়ে দেখে ইতিমধ্যেই বুথ থেকে কয়েক লাখ টাকা বেরিয়ে গিয়েছে। এ ঘটনায় জানা গেছে প্রায় ১৭ লাখ টাকার মত খোয়া যায় ব্যাংকের। এটিএম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দিঘা পুলিশ শুরু করে তল্লাশি। খোঁজ খবর-তল্লাশি চালিয়ে ১৭ লাখ টাকার ১৩ লাখ টাকা উদ্ধার করা গেছে বলে জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। বাকি টাকা উদ্ধারের জন্য তদন্ত চলছে। প্রায় ২৭ জন গ্রাহক টাকাগুলো তুলেছে বলেও ব্যাংক কর্তৃপক্ষ জানান।

কি কারণে এমন ঘটনাটি ঘটেছে তার উত্তর হিসেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় সফটওয়্যারে ত্রুটির কারণেই ঘটনাটি ঘটেছে।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭