নিউজিল্যান্ডের রিভার্টন থেকে ২৬১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় গতরাত ১২টা ৪২ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২৩:৪২:৩৯ মিনিটে) ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ দশমিক ৯৩০৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৬৫ দশমিক ৪৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূগর্ভেও ১০ কিলোমিটার গভীরে।