পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার, ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আফতাব অটোমোবাইল, নাভানা সিএনজি, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট এবং খুলনা পাওয়ার লিমিটেড।
আফতাব অটোমোবাইল: পুজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) দেয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
নাভানা সিএনজি: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, পূবাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) দেওয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির এজিএম ১১ ডিসেম্বর সকাল ১১টায় ট্রাস্ট মিলিনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ (সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
আরামিট লিমিটেড: বিবিধ খাতের এ কোম্পানির এজিএম আগামী ১১ ডিসেম্বর সকাল ১১টায় চিটাগাং ক্লাব, চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
আরামিট সিমেন্ট: সিমেন্ট খাতের এ কোম্পানির এজিএম আগামী ১১ ডিসেম্বর দুপুর ১২টায় চিটাগাং ক্লাব, চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।
খুলনা পাওয়ার: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির এজিএম ১১ ডিসেম্বর সকাল ১১টায় হল-৪ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, পূবাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
আজকের বাজার:এসএস/এলকে ১০ ডিসেম্বর ২০১৭