ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে ইতিহাস গড়লেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। মেলবোর্নের ফাইনালে পাঁচ সেটের দুধর্ষ লড়াইয়ে শেষ হাসি ৩৬ বছরের ফেদেরারের। মার্টিন চিলিচকে হারিয়ে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড-স্ল্যাম শিরোপা আগেই অমরত্ব কিনে ফেলা এই সুপারস্টারের। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় তিন ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও মানের কাছে হার মানতে হলো চিলিচকে। এই জয়ে নোভাক জকোভিচ ও রয় এমারসনের পর ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতার রেকর্ড হলো তার।
তিনি বলেন, ‘আমার স্বপ্ন সত্য হলো। রূপকথার গল্পটা এখনো চলছে। খুব সুখী আমি। এটা স্রেফ অবিশ্বাস্য। শেষ বছরটা যেভাবে কাটিয়েছি সেই হিসেবেও এটা অবিশ্বাস্য।’
অন্যদিকে হ্যালেপকে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড-স্ল্যাম জিতেছেন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। তিনি ফাইনালে ২৬ বছর বয়সী রোমানিয়ান তারকা হ্যালেপকে ৭-৬ (৭-২) ৩-৬ ৬-৪ সেটে হারান। এ জয়ে পুনরায় র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
জয়ের আনন্দে ২৭ বছর বয়সী ড্যানিশ তারকা বলেছেন, ‘আমি অনেক বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। আজ এখানে সেই স্বপ্ন সত্যে পরিণত হয়েছে।’
৬ বছরের মধ্যে প্রথমবার র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে আসা এ তারকা আরো বলেছেন, ‘আমার কণ্ঠস্বর কাঁপছে। আমি কখনো কাঁদিনি। কিন্তু আজ এটা খুবই আবেগঘন মুহূর্ত।’
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮