সিরি-এ লিগে উড়তে থাকা ইন-ফর্ম আটালান্টাকে রুখে দিয়েছে হেলাস ভেরোনা। গতকাল ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ভেরোনা আটালান্টার জয়রথ থামিয়েছে। ইতালিয়ান তরুণ মিডফিল্ডার মাত্তেও পেসিনার গোলে ৫৯ মিনিটে সমতা ফেরায় ভেরোনা। এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সাথে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো আটালান্টা। দুটি দল শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
প্রথমার্ধ গোল শুন্য থাকার পর কলম্বিয়ান স্ট্রাইকার ডুভান জাপাটার গোলে ৫০ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারী আটালান্টা। ম্যাচ শেষে আটালান্টার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি বলেছেন, ‘শুডেটো জয় করাটা সব সময়ই বিশেষ কিছু।’ গাসপেরিনির দল এই নিয়ে লিগে টানা ২২টি গোল করার কৃতিত্ব দেখালো যা তাদের ক্লাব রেকর্ড। ১১২ বছরের ইতিহাসে প্রথমবারের মত শুডেটো জয়ের বিভোর রয়েছে আটালান্টা। হাতে রয়েছে চারটি ম্যাচ।
গাসপেরিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের পর মৌসুম যখন আবারো শুরু হলো আমরা প্রতিদিনই নিজেদের প্রমান করেছি। এখন আমরাও শিরোপার অন্যতম দাবীদার। কিন্তু সেটা কখনই আমাদের পরিকল্পনায় ছিল না। ধীরে ধীরে এমন কিছু ফল আমাদের এসেছে যাতে করে আমরাও সেই স্বপ্ন দেখা শুরু করেছি। তবে শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে শিরোপা কেড়ে নেয়া মোটেই সহজ কাজ নয়। কঠিন একটি প্রতিপক্ষের বিপক্ষে আজ আমাদের পারফরমেন্স ভালই ছিল। রোমার বিপক্ষে বিতর্কিত ভাবে পরাজিত হবার পর ভেরোনা প্রতিশোধের অপেক্ষায় ছিল।’
আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্যারিস সেইন্ট-জার্মেইর মোকাবেলা করবে আটালান্টা। এ সম্পর্কে গাসপেরিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমদের ভাবতে হচ্ছে। এটা সত্যি যে এই মুহূর্তে আমরা পিএসজিকে নিয়ে অনেক চিন্তা করছি। লিগের অভিজ্ঞতা পুরোপুরি ভাবে চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগাতে চাই।’ সাবেক ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান জুরিচের অধীনে ভেরোনা টেবিলের নবম স্থানে উঠে এসেছে। ভেরোনা কোচ জুরিচ জেনোয়াতে গাসপেরিনির অধীনে খেলেছেন এবং ইন্টার মিলান ও পালেরমোতে গাসপেরিনির সহকারী হিসেবে কাজ করেছেন।
এর আগে সপ্তাহের শুরুতে মারিও পাসালিচের হ্যাটট্রিকে ব্রেসিয়াকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছির আটালান্টা। ২৫ মিনিটে পাসালিচের একটি শট দারুন দক্ষতায় রুখে দেন ভেরোনা গোলরক্ষক মার্কো সিলভেস্ট্রি। বিরতির আগে জাপাটা গোল করতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের। কিন্তু বিরতির পর পাঁচ মিনিটের মধ্য আর কোন ভুল করেনটি জাপাটা। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এই নিয়ে ১৮তম গোল করলেন এই কলম্বিয়ান। একইসাথে সিরি-এ লিগে আটালান্টা, সাম্পাদোরিয়া, উদিনেস ও নাপোলির ক্যারিয়ারে এটি তার ৮০তম গোল। নয় মিনিট পর পেসিনা ফিরতি বলে ম্যাচের সমতা আনার পাশাপাশি লিগের সপ্তম গোল করেন। ম্যাচ শেষে পেসিনা বলেছেন, ‘আমি খুবই দু:খিত যে আটালান্টাকে আমি খুবই পছন্দ করি। কিন্তু এখন আমি ভেরোনার খেলোয়াড়। আমার গোলটি দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ম্যাচ শেষে বুঝতে পেরেছি। এ জন্য আমি দারুন আনন্দিত।’
দিনের আরেক ম্যাচে বোলোনিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে করোনা পরবর্তী মৌসুমে দারুন ছন্দে থাকা এসি মিলান। একইসাথে তারা ইউরোপা লিগের স্থানও নিশ্চিত করেছেন। এই নিয়ে টানা আট ম্যাচে মিলান অপরাজিত থাকলো। ম্যাচের ১০ মিনিটে মিলানের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন এ্যালেক্সিস সালেমিকার্স। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হাকান কালহানোগ্লু। জাপানীজ ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু বিরতির ঠিক আগে বোলোনিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু বিরতির পরপরই কালহানোগ্লুর সহায়তায় ইসমায়েল বেনাসার মিলানের হয়ে তৃতীয় গোলটি করেন। ৫৭ মিনিটে আন্তে রেবিচের পর ইনজুরি টাইমে ডেভিড কালাব্রিয়ার গোলে মিলানের বড় জয় নিশ্চিত হয়। ১০ জনের কালিয়ারির সাথে ১-১ গোলে ড্র করে ইউরোপা লিগে খেলার স্বপ্ন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে অষ্টম স্থানে থাকা সাসোলোর। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান