আসন্ন জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টকে মোট ৬০টির বেশি আসন দেবে না বিএনপি। দুই জোট মিলে সর্বোচ্চ ৬০টি আসন দেওয়া হতে পারে।
মঙ্গলবার, ২৭ নভেম্বর বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দুই জোট মিলে আমরা সর্বোচ্চ ৬০টি আসনে ছাড় দিতে পরে এর বেশি নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ দলীয় জোটকে এরই মধ্যে ১৫টি আসন দেওয়া হয়েছে। আরো দেওয়া হতে পারে।
তবে ঐক্যফ্রন্টকে কতটি ছাড়া হয়েছে তা জানাননি তিনি।
বিএনপি এ পর্যন্ত ৮শ জনকে মনোনয়ন চিঠি দিয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার/এমএইচ