৬০ কোটি ডলার চুরি করে ২৬ কোটি ফিরিয়ে দিল হ্যাকাররা

ডিজিটাল মুদ্রার জগতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ চুরির ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। হ্যাকাররা ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কের সিস্টেমের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ৬০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে। তবে আলোচিত এই ঘটনা জানাজানি হওয়ার পর চুরি করা অর্থের প্রায় অর্ধেক ২৬ কোটি ডলার ফেরত দিয়েছে হ্যাকাররা।

গত মঙ্গলবার পলি নেটওয়ার্ক টুইটারে ওই ক্রিপ্টোকারেন্সি হ্যাকারদের যোগাযোগের আহ্বান জানিয়ে অর্থ ফেরত দেয়ার অনুরোধ করলে তাতে সাড়া দিয়ে ওই অর্থ ফেরত পাঠায় হ্যাকাররা। অর্থ ফেরত দিয়ে একটি বার্তায় তারা লিখে, ‘অর্থের প্রতি তেমন আগ্রহ নেই’। গত বুধবার পলি নেটওয়ার্ক নিশ্চিত করেছে তারা চুরি যাওয়া ২৬ কোটি ক্রিপ্টোকারেন্সি ডলার ফেরত পেয়েছে।

টুইটারে পলি নেটওয়ার্ক জানিয়েছে, তিন ধরনের ডিজিটাল মুদ্রায় তারা ওই অর্থ পেয়েছে। ৩৩ লাখ ডলারের ইথেরিয়াম, ২৫ কোটি ৬০ লাখ ডলারের বিন্যান্স এবং ১০ লাখ ডলারের পলিগন নামের ক্রিপ্টোমুদ্রা। তবে ওই হ্যাকারদের চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনও হ্যাকারের বার্তা কি না সে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান