পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬০ কোম্পানির বোর্ড সভা আজ বুধবার বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির লভ্যাংশ সংক্রান্ত এবং ২৪টির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ওয়াইম্যাক্স, সায়হাম কটন, সাইফ পাওয়ারটেক, রেনউইক যজ্ঞেশ্বর, এইচআর টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, উসমানিয়া গ্লাস, স্টাইল ক্রাফট, ইউনাইটেড পাওয়ার, হামিদ ফেব্রিক্স, শাহজিবাজার পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রানার অটোমোবাইলস, হা-ওয়েল টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, সিলভা ফার্মা, অগ্নি সিস্টেমস, সাভার রিফ্যাক্টরিজ, আর্গন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, সিনোবাংলা, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, শ্যামপুর সুগার, ঝিলবাংলা সুগার, ভিএফএস, দুলামিয়া কটন, কেঅ্যান্ডকিউ, এমআই সিমেন্ট, আরএন স্পিনিং, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তশরিফা, জেনারেশন নেক্সট ফ্যাশন, আলহাজ্ব টেক্সটাইল, যমুনা ব্যাংক, এবি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বে লিজিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, আরএকে সিরামিক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স