ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ৬ দশক পর ফেরত পেলো একটি বই। কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ৬০ বছর আগে লাইব্রেরি থেকে নেয়া হয়েছিলো।
ওই বইটি সময়মত ফেরত না দেয়ায় বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড করে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড জরিমানার হওয়ার কথা ছিলো। কিন্তু লাইব্রেরি কর্তৃপক্ষ এই জরিমানা মওকুফের অঙ্গীকার করেছে।
গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বুধবার বইটি ফেরত দিয়েছেন। পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।
এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, “বেটার লেট দ্যান নেভার”। একই সাথে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা। তারা বলছে, “হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক”।
তবে একজন মুখপাত্র বলছেন এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে লাইব্রেরি সিস্টেমে এখনো বইটিকে নিখোঁজ দেখাচ্ছে।
বইটি ক্যাটালগ শাখায় দেয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন। তথ্যসূত্র-বিবিসি বাংলা
আজকের বাজার/এমএইচ