আফগানিস্তানের বিরুদ্ধে ৬২ রানের জয় পেলো বাংলাদেশ। ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২০০ রানে সব গুলো উইকেট হারায় আফগানরা। স্পিনের বিপক্ষে আফগানিস্তানের দুর্বলতা ফুটে উঠেছে। সাকিব আল হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছে এশিয়ার উদীয়মান শক্তিটি। পর পর তিন উইকেট তুলে নিয়ে আফগানদের খাদের কিনারে ঠেলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। টপাটপ ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জিতেছেন সাকিব।
সাউদাম্পটনের উইকেট অনুযায়ী বাংলাদেশের তোলা ২৬২ রানকে ভালো সংগ্রহ ভাবা হচ্ছিল।তবে মাশরাফি প্রথম ১০ ওভারই করালেন পেসারদের দিয়ে।১০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ৪৮ রান।
তবে সাকিব দৃশ্যপটে আসতেই বদলে যায় পুরো ম্যাচের চেহারা। প্রথম ওভারেই সাকিব ফেরান রহমত শাহকে। ২৪ রান করেন আফগান ওপেনার। হাসমতউল্লাহ শাহেদিকে নিয়ে ইনিংস মেরামত করছিলেন অধিনায়ক গুলবদিন নাইব।
তবে ধীরে খেলা শাহেদি স্ট্যাম্পড হন মোসাদ্দেকের বলে। তিনি করেন ৩১ বলে ১১ রান। ২৯তম ওভারে দলীয় ১০৪ রানে গুলবদিনকে ফেরান সাকিব। ৭৫ বলে ৪৭ রান করেন তিনি। সেই ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবীকে ফিরিয়ে আফগানকে একেবারে খাদের কিনারে ফেলে দেন সাকিব। আজ কোনো রানই করতে পারেননি নবী।
এরপর ৩৩তম ওভারে আজগর আফগানকেও ফেরান সাকিব। ২০ রান করেন আজগর।
এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করায়। মুশফিক দলের হয়ে ৮৩ রান করেন। সাকিব আল হাসান খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া তামিমের ৩৬, মোসাদ্দেকের ৩৫ এবং মাহমুদুল্লাহর ২৭ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। এখন বল হাতে মিরাজ-সাকিবদের এই রান যথেষ্ঠ প্রমাণের পালা।