নওগাঁর ধামইরহাটে ৫০ ভাগ ভর্তূকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল দুপুর ১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৪টি বড় ও ১টি ছোট কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন নওগাঁ-২ আসনের এমপি ও বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, ক্রেতা ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, কৃষি বিভাগের সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাড়ে ২৯ লাখ টাকার বড় ৪টি কম্বাইন্ড হারভেস্টারে সরকার ১৪ লাখ টাকা হারে ভর্তূকিতে কৃষকের নিকট বিক্রয় করেছে। আর ছোট টি ১২ লাখ টাকা মুল্যের হলেও তা ভর্তূকিতে মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৫ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণে সরকার ৬২ লক্ষ টাকা ভর্তূকি প্রদান করেছে।