পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের ৬৫ বছরের রেকর্ড ভেঙ্গেছেন ডান-হাতি মিডিয়াম পেসার কলিন গ্র্যান্ডহোম। বল হাতে ১৫.৫ ওভারে ৪১ রানে ৬ উইকেট শিকার করে অভিষেক টেস্টে ৬৫ বছর আগের কিউই রেকর্ড ভেঙ্গে দেন ৩০ বছর বয়সী গ্র্যান্ডহোম। এ ছাড়া নিউজিল্যান্ডের অষ্টম বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন গ্র্যান্ডহোমি।
নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১২ সালে ওয়ানডে ও টি-২০ খেলেছিলেন গ্র্যান্ডহোমি। ১টি ওয়ানডেতে ৩৬ রান ও চারটি টি-২০ ম্যাচে ১৩ রান করেন তিনি। তবে বল হাতে ওয়ানডেতে ১ ওভারে ৯ রান দিলেও টি-২০তে বল হাতেই নেননি তিনি। মূলত ব্যাটসম্যান অলরাউন্ডার হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত এই ডান-হাতি।
প্রথম শ্রেনির ম্যাচে ১০ সেঞ্চুরিতে ১৩৮ ইনিংসে ৪৩০৮ রান করেন গ্র্যান্ডহোম। আর বল হাতে ১২৩ উইকেট শিকার রয়েছে তার। তবে টেস্ট অভিষেকেই বল হাতে নিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের চমকে দিয়েছেন তিনি। পাকিস্তানের ছয় ব্যাটসম্যানকে আউট করেন নতুন এ শেনসেশন। ফলে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন গ্র্যান্ডহোমি।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক ছিলেন অ্যালেক্স মইর । ১৯৫১ সালে একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ৬৫ বছর পর মইর’র রেকর্ডটি ভেঙ্গে দিলেন গ্র্যান্ডহোমি।