শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৬ অক্টোবর জাতীয় পার্টির মহাসমাবেশ
প্রকাশিত - সেপ্টেম্বর ৮, ২০১৮ ৪:২৮ পিএম
জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। ৬ অক্টোবরের ওই সমাবেশে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।
যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.