'অগ্নি', ওয়ার্নিং'এর পর 'ঢাকা অ্যাটাক' দিয়ে বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ-মাহিয়া মাহি জুটি।
শনিবার ইউটিউবে ছবিটির টিজার মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। টিজারটি দেখার পর বেশিরভাগ দর্শকই ইতিবাচক মন্তব্য করেছেন।
একজন মন্তব্য করেছেন, এখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি নি। তবে এই ছবিটা দেখবো।
অন্য একজন লিখেছেন, 'বাংলা মুভির সুন্দও একটি টিজার দেখলাম। ' 'আয়নাবাজি' ছবির পর 'আরেকটি ধামাকা আসছে' বলেও মন্তব্য করেছেন একজন।
রানা নামের একজন লিখেছেন, 'অসম্ভব ভাল লাগার মতো একটা টিজার। ঢাকা অ্যাটাক টিমকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা টিজার উপহার দেওয়ার জন্য।
রোমিও রাজ লিখেছেন ‘আরিফিন শুভ ভাই আর মাহি আপু এক সফল একশান জুটি। প্রথম সিনেমা অগ্নিতে দেখাইছে কারিশমা। ২য় মুভি ওয়ার্নিং সফল। এবার বিশ্বব্যাপী ঢাকা এটাকের তুলকালাম... অপেক্ষা ঢাকা অ্যাটাক ২ এর জন্য। ধণ্যবাদ ঢাকা এটাক টিম।
আরেকজন লিখেছেন, 'অসাধারণ!!! যেন হলিউড এর টিজার দেখছিলাম। '
আসলে ভালো কিছুর পেছনে এর কারিগরের অবদানটাই আসল। যদি কোণ ভালো ছবি নির্মাণ হয় তার প্রশংসা এমনিতেই হয়। এখন দেখা যাক বাংলা ছিনেমায় ঢাকা এটাক কতোটা এটাকিং মুডে আসতে পারে।
https://www.youtube.com/watch?v=Ic174g_c76U
আজকের বাজার: সালি / ২৭ আগস্ট ২০১৭