নির্বাচন কমিশন আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সোমবার এ রিট আবেদন করেন।
রিটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল চেয়েও আবেদন করা হয়েছে।
বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারী বলেন, ৩০০ আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বৈষম্যমূলক।
নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
আজকের বাজার/এমএইচ