৬ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন ব্লক মার্কেটে

চতুর্থ কার্যদিবস ১৩ডিসেম্বর,  বুধবার ব্লক মার্কেটে এ  সপ্তাহের মোট ৪ কোম্পানির শেয়ার লেনদের হয়েছে। কোম্পানিগুলো  লেনদেন করেছে  মোট ৯ লাখ ৫৬ হাজার ৩৫০টি শেয়ার।  যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড  লিমিটেডের। কোম্পানিটির আজ ৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। লেনদেন হয়েছে ১ লাখ শেয়ার । যার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির ২৯ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

চতুর্থ স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ২৬ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন হয় ব্লক মার্কেটে। যার বাজার মূল্য ৮১ লাখ টাকা।

আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭