বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান মাইক্রোসফটের ৬ কোটি ৪০ লাখ শেয়ার দান করেছেন, যার মূল্য ৪৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা)। এর ফলে মাইক্রোসফটে তার শেয়ারের পরিমাণ কমে দাঁড়ালো ১.৩ শতাংশ। সিএনবিসির খবরে বলা হয়েছে, গত ১৭ বছরে (২০০০ সালের পর) এটাই তার সবচেয়ে বড় অনুদান।
সোমবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (সিএসই) এ সংক্রান্ত নথি জমা দিয়েছেন তিনি। সিএসইর বরাতে ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, তিনি তার ৬৪ মিলিয়ন শেয়ার দান করেছেন; যা তার মোট শেয়ারের ৫ শতাংশ। তবে এই শেয়ার তিনি কাকে বা কোন প্রতিষ্ঠানকে দান করেছেন তা অবশ্য প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে দানকৃত শেয়ারের বড় একটা অংশ গিয়েছে বৈশ্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের জন্য বিল গেটস ও তার স্ত্রীর গড়া দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানে তার অনুদানের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলার। এর মধ্যে ২০০০ সালে তিনি দান করেন ২ হাজার কোটি ডলারের শেয়ার।
আজকের বাজার: এমএম/ ১৫ আগস্ট ২০১৭