পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, সিকদার ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির মধ্যে আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি ও ওরিয়ন ফার্মা’কে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর সিকদার ইন্স্যুরেন্সকে ‘এন’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় জেড থেকে এ ক্যাটাগরিতে এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের .৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় জেড থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসকে
আজ ৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানিগুলো পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করছে।