৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরে ট্রেন চলাচল শুরু

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ ও জামালপুরের মধ্যকার রেল যোগাযোগ বৃহস্পতিবার ভোরে ফের চালু হয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, জামালপুর জেলা শহরের পূর্ব ফুলবাড়িয়ায় বুধবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ট্রেন ‘২৫৩ ইউপি’ এর একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বগিটিকে উদ্ধার করে। পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘যমুনা এক্সপ্রেস’ চলাচলে চার ঘণ্টা বিলম্ব হয় বলেও জানান তিনি।