রাজশাহীর হলিদাগাছী এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যূত হওয়ার ঘটনায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন যোগাযোগ।
বুধবার রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে।
পশ্চিমাঞ্চল রেলের জিএম খোন্দকার শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতি বৃষ্টির কারণে রেলাইনের মাটি নরম হয়েছিল। তার ওপর দিয়ে তেলবাহী ভারি ট্রেনটি যাবার সময় রেললাইনের পাত দেবে গিয়ে ৯টি বগি লাইনচ্যুত হয়।
শহিদুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার কারণে সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
তিনি আরো জানান, মাটি নরম ও টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজের সমস্যা তৈরি হচ্ছে। তবে বৃহস্পতিবার বিকেলের মধ্যে বগিগুলো উদ্ধার করে পূনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে।