৬ প্রতিষ্ঠানের এজিএম কাল

আগামীকাল ২৬ ডিসেম্বর বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- জাহিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, জাহিন স্পিনিং লিমিটেড।

বস্ত্র খাতের জাহিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আগামীকাল ২৬ ডিসেম্বর, সকাল ৯টায় গাজীপুরের মনিপুরে পুরাতন রিহাবিলিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

বস্ত্র খাতের আল হাজ্ব টেক্সটাইল লিমিটেডের এজিএম আগামীকাল ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় রাজধানীর অনুষ্ঠিত হবে৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ বোনাস শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে।

আইটি খাতের অগ্নি সিস্টেমস লিমিটেডের এজিএম আগামীকাল ২৬ ডিসেম্বর, সকাল ১০টায় গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।।

বস্ত্র খাতের আমান কটন ফাইবার্স লিমিটেডের এজিএম আগামীকাল ২৬ ডিসেম্বর, সকাল ১১টায় গাজীপুরের শেরপুরে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।।

প্রকৌশল খাতের বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আগামীকাল ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেডের ইজিএম সকাল ৯ টায় ও এজিএম সকাল ১০টায় আগামীকাল ২৬ ডিসেম্বও রাজধানীর ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

 

 

আজকের বাজার /মিথিলা