পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে আগামীকাল ৯ ডিসেম্বর রোববার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হল: সামিট পাওয়ার লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, আফতাব অটোমোবাইল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড,খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
এদের মধ্যে, সামিট পাওয়ার লিমিটেডের এজিএম সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফার্মগেট এলাকার খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিউট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের এজিএম সকাল ১০টায় রাজধানীর বীর উত্তম সি.আর দত্ত রোডের হোটেল সুন্দরবনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আফতাব অটোমোবাইল লিমিটেডের এজিএম সকাল সাড়ে ৯ টায় বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
নাভানা সিএনজি লিমিটেডের এজিএম সকাল ১১টায় বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের এজিএম সকাল ১১ টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডের আইভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের এজিএম বেলা সাড়ে ১২ টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিউট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আজকের বাজার/ মিথিলা