থ্রি ইডিয়টস, তালাশ ছবির সাফল্যের পর ফের জুটি বাঁধতে চলেছেন আমির খান ও কারিনা কাপুর।
‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দনের পরিচালনায় ‘লাল সিং চাড্ডা’ ছবিতে জনপ্রিয় এই জুটিকে ছয় বছর পর আবারও একসাথে দেখা যাবে।
বলিউডের ভায়াকম ১৮ মোশন স্টুডিও আর আমির খান প্রোডাকশনের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি।
প্যারামাউন্ট পিকচার্সের হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত হচ্ছে।
ভায়াকমের পক্ষ থেকে অজিত আন্ধেরি জানান, আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। এটাই এখন আমাদের স্বপ্নের প্রকল্প।
তিনি বলেন, ‘অনেকদিন ধরেই বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের ইচ্ছে ছিল ফরেস্ট গাম্পকে ভারতীয় ঘরানায় বানানোর। ফলে ছবিটি নিয়ে কথা শুরুর পর থেকেই ভীষণ উত্তেজিত তিনি। আর এই ছবিকে ঠিকঠাক বানানোর মতো উপযুক্ত অভিনেতা একমাত্র আমিরই।’
প্যারামাউন্ট পিকচার্সের সিইও অ্যান্ড্রু গামপার্টও খুব খুশি এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে।
তিনি বলেন, ফরেস্ট গাম্পকে কোনও নির্দিষ্ট সময়ের নিরিখে বাঁধা যাবে না। তাই এই ছবি যেমন আগের প্রজন্মের পছন্দের, তেমনি আজকের প্রজন্মের কাছেও এটি ভালো লাগবে।
আজকের বাজার/এমএইচ