সমন্বিত ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (সাধারণ) লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসারের (সাধারণ) ১২২৯টি পদে নিয়োগের লক্ষ্যে গত ২৫/০৫/২০১৯ এ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশ: বাতিল করা হলো।
বাতিলকৃত লিখিত পরীক্ষা আগামী ২ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নতুন করে কেন্দ্রও দেয়া হয়েছে। সবাইকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ