সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল মিলসের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,১৭-ডিসেম্বর,১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৫ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে।
একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৭ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর,১৭-ডিসেম্বর,১৭) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২ কোটি ৫৬ লাখ টাকা।
৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৬ টাকা ৮৬ পয়সা।