পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। এর আগের বছরের একই সময়ে এই ইপিএস ছিল ৮৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৭ পয়সা।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা।