ব্যাংকের জাল-জালিয়াতি প্রতিরোধে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতার স্বমূল্যায়ন প্রতিবেদন ৩ মাসের পরিবর্তে প্রতি ৬ মাসে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগামী জুন থেকে কার্যকর হবে।
মঙ্গলবার ৯ মে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, ব্যাংক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঝুঁকি হ্রাস এবং জাল- জালিয়াতি কার্যক্রম অধিকতর কার্যকর ও ফলপ্রসূভাবে প্রতিরোধের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ তাদের স্বমূল্যায়ন প্রতিবেদন প্রতি ৬ মাসে দাখি করতে হবে। আগে এ সময় ছিল ৩ মাস।
৬ মাসের প্রতিবেদন দাখিল করার জন্য ব্যাংকগুলো এক্ষেত্রে পরবর্তী একমাস সময় পাবে। এই নির্দেশনা আগামী জুন থেকে কার্যকর হবে।
আজকের বাজার/ আরআর/ ০৯ মে ২০১৭