৬ মাসে রোহিঙ্গাদের জন্য লাগবে ১৬৩৪ কোটি টাকা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে আগামী ছয় মাসে প্রায় ২০ কোটি ডলার বা ১ হাজার ৬৩৪ কোটি টাকার দরকার হবে বলে প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের হিসাবে, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এছাড়া বাংলাদেশ আগে থেকেই ৪ লাখের বেশি শরণার্থীর ভার বহন করে আসছে। নতুনে করে বিপুলসংখ্যক এই শরণার্থীর জন্য ত্রাণ ও পুনর্বাসন চালাতে হিমশিম খাচ্ছে সরকার ও সাহায্য সংস্থাগুলো।

এই অবস্থায় ওইসব রোহিঙ্গা শরনার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে আগামী ছয় মাসে প্রায় ২০ কোটি ডলার প্রয়োজন হবে বলে মনে করছেন জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক রাবার্ট ডি ওয়াটকিনস রয়টার্সকে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অনেক সহায়তা দরকার। সেখানে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার।

তিনি বলেন, আমি নিশ্চিত নই এই অর্থ হবে কিনা? যে হারে রোহিঙ্গা আসছে সেই হিসেবে এই সংখ্যার কথা বললাম।

উল্লেখ, এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতিসংঘ বলেছিল বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৬৪০ কোটি টাকা লাগবে। তবে তারপরে রোহিঙ্গাদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ।

আজকের বাজার: এলকে / এলকে ২৩ সেপ্টেম্বর ২০১৭