চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবের কাছে ১১০ কোটি পাউন্ড মূল্যের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। দেশটির সরকারি হিসাবে এ তথ্য দেয়া হয়েছে।
ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ (ডিআইটি) এর বরাত দিয়ে বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, এপ্রিল এবং জুন মাসের মধ্যে সৌদি আরবের কাছে ৮৩ কোটি ৬০ লাখ পাউন্ড মূল্যের অস্ত্র বিক্রি করা হয়েছে।
খবরে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণে অস্ত্র বিক্রি করা হয়েছিল এ দু’মাসে তার চেয়ে ২৮ কোটি পাউন্ড বেশি বিক্রি করা হয়েছে।
আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭