৭০তম অ্যামি অ্যাওয়ার্ড আগামী ১৭ সেপ্টেম্বরে

প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের ৭০তম আসর বসবে এবার। চলছে সেরাদের যাচাই বাছাই প্রক্রিয়া। জানা গেছে, এবারের আসরের জন্য মনোনয়ন পেয়েছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। এটি সর্বোচ্চ ২২টি বিভাগে মনোনীত হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর এনবিসি চ্যানেলে সম্প্রচার হবে অনুষ্ঠানটি। লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসবে এবারের অ্যামি অ্যাওয়ার্ডের আসর।৭০তম প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের সঞ্চালকের ভূমিকায় থাকবেন কলিন জোস্ট ও মাইকেল চে।

২১টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘ওয়েস্টওয়ার্ল্ড’। পাশাপাশি লিমিডেট সিরিজের মধ্যে ১৮টি মনোনয়ন জিতে এগিয়ে আছে ‘দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি’।

এবারের আসরে কমেডি সিরিজের মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন জিতেছে ‘অ্যাটলান্টা’। চলতি বছর ‘এইচবিও’-কে পেছনে ফেলে সবচেয়ে বেশি মনোনয়ন জেতা প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’। সর্বমোট ১১২টি মনোনয়ন জিতেছে প্ল্যাটফর্মটি।

এবারে অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো :

সেরা কমেডি সিরিজ :
অ্যাটলান্টা, ব্যারি, ব্ল্যাক-ইশ, কার্ব ইয়োর এনথুসিয়াজম, গ্লো, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, সিলিকন ভ্যালি, আনব্রেকেবল কিমি শিমিট

সেরা ড্রামা সিরিজ
দ্য আমেরিকানস, দ্য ক্রাউন, গেম অব থ্রোনস, দ্য হ্যান্ডমেইডস টেইল, স্ট্র্যাঞ্জার থিংস, দিস ইজ আস, ওয়েস্টওয়ার্ল্ড

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা)
অ্যান্টনিও বান্দেরাস, জিনিয়াস : পিকাসো
ড্যারেন ক্রিস, দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি
বেনেডিক্ট কাম্বারব্যাচ, প্যাট্রিক মেলরোজ
জেফ ড্যানিয়েলস, দ্য লুমিং টাওয়ার
জন লিজেন্ড, জেসাস ক্রাইস্ট সুপারস্টার
জেসে প্লেমনস, ব্ল্যাক মিরর : ইউএসএস ক্যালিস্টার

সেরা অভিনেত্রী (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা)
জেসিকা বিয়েল, দ্য সিনার
লউরা ডের্ন, দ্য টেইল
মিশেলে ডকেরি, গডলেস
এডি ফ্যালকাউ, ল অ্যান্ড অর্ডার ট্রু ক্রাইম : দ্য মেনেন্ডেজ মার্ডারস
রেজিনা কিং, সেভেন সেকেন্ডস
সারা পলসন, আমেরিকান হরর স্টোরি : কাল্ট

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
অ্যান্থনি অ্যান্ডারসন, ব্ল্যাক-ইশ
টেড ড্যানসন, দ্য গুড প্লেস
ল্যারি ডেভিড, কার্ব ইয়োর এনথুয়াসিজম
ডোনাল্ড গ্লোভার, অ্যাটলান্টা
বিল হ্যাডার, ব্যারি
উইলিয়াম এইচ ম্যাকি, শেমলেস

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
পামেলা অ্যাডলন, বেটার থিংস
র্যাচেল ব্রোনাহান, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল
অ্যালিসন জেনি, মম
ইসা রে, ইনসিকিউর
ট্রেসি এলিস রোজ, ব্ল্যাক-ইশ
লিলি টমলিন, গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ)
ব্রায়ান টায়রী হেনরি, অ্যাটলান্টা
হেনরি উইঙ্কলের, ব্যারি
লুই অ্যান্ডারসন, বাস্কেটস
অ্যালেক বাল্ডউইন, স্যাটারডে নাইট লাইভ
কেনান থম্পসন, স্যাটারডে নাইট লাইভ
টনি শ্যালহব, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল
টিটাস বার্গেস, আনব্রেকেবল কিমি শিমিট

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সান্দ্রা ওহ, কিলিং ইভ
টাটিয়ানা ম্যাসলানি, অরফান ব্ল্যাক
কেরি রাসেল, দ্য আমেরিকানস
ক্ল্যারে ফয়, দ্য ক্রাউন
এলিজাবেথ মস, দ্য হ্যান্ডমেইডস টেইল
এভান র্যাচেল উড, ওয়েস্টওয়ার্ল্ড

 

সেরা রিয়েলিটি সিরিজ
দ্য অ্যামেজিং রেস
আমেরিকান নিনজা ওয়ারিয়র
প্রজেক্ট রানওয়ে
রুপলস ড্র্যাগ রেস
টপ সেফ
দ্য ভয়েস

সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ :
অ্যাট হোম উইথ অ্যামি সেডারিস
ড্রাঙ্ক হিস্ট্রি
আই লাভ ইউ আমেরিকা উইথ সারাহ সিলভারম্যান
পোর্টল্যান্ডিয়া
স্যাটারডে নাইট লাইভ
ট্র্যাসি উলম্যানস শো

সেরা ভ্যারাইটি টক সিরিজ
দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ
ফুল ফ্রন্টাল উইথ সামান্থা বে
জিমি কিমেল লাইভ
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন
দ্য লেট শো উইথ স্টেফেন কোলবার্ট

এসএম/