ব্যাসেল-৩ বাস্তবায়নে ৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ডেবিট (বন্ড) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার,৫ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে সিটি ব্যাংক ৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ডেবিট (বন্ড) ছাড়বে। এর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটি ব্যাসল-৩ এর শর্তপূরণ করবে।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ক্যাশ ফ্লো ঋণাত্মক থাকলেও চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে। চলতি বছরের নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা।
আজকের বাজার: এসএস/৫ডিসেম্বর ২০১৭