৭০ রানে ফিরেছেন লিটন

মেহরাজ মোর্শেদ : ১৩টি বাউন্ডারিতে ৭৭ বলে ৭০ রান করে রাবাদার বলে প্লেসিসের হাতে তালুবন্দী হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস।

স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৩৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩। টাইগারদের হাতে আছে আর দুটি মাত্র উইকেট।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ৪৩০ রানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ দল।

আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭