১৯৭২ সালে প্রণীয় সংবিধানই ভালো ছিল। কিন্তু ১৯৭৫ সালে এক নায়ক তন্ত্র বাস্তবায়নের জন্য ওই সংবিধানের চতুর্থ সংশোধনী আনা হয়। এটা দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়।
৮ জুলাই শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগীয় স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট’ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনারা সারাক্ষণ ৭২ এর সংবিধানের কথা বলছেন। ৭২ এর সংবিধান ভালো ছিল। সেটাকে খণ্ড-বিখণ্ডিত করেছে কারা? ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেওয়া হয়েছিল। এর মাধ্যমে এক নায়ক তন্ত্র কায়েক করতে চেয়েছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমেদ আরও বলেন, ৭২ এর সংবিধানকে খণ্ড-বিখণ্ডিত করার পর এখন আবার সেই সংবিধানের কথা বলছেন। এটা বাস্তবতাবিবর্জিত।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭