দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিমের সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরীর স্কুল ও কলেজের কোচিং বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগে ৭২ শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ।
রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) দুর্গা রানী শিকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র জারি করেছে।
স্কুলগুলোর মধ্যে রয়েছে— রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩৬জন, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ২৪জন, ভিকারুন নেছা নুন স্কুল এন্ড কলেজের ৭জন এবং রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের ৫জন শিক্ষক-শিক্ষিকা।
আজকের বাজার : সালি / ৪ ফেব্রুয়ারি ২০১৮