৭৩ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বড় মেয়ে।
দলের নেতাকর্মী, সমর্থকসহ দেশবাসী নানা আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে শনিবার তার জন্মদিন পালন করছে।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় তিনি, দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অবদানের কথা স্মরণ করেন।
১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৫ সালের আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার সময় তার বোন শেখ রেহানার সঙ্গে বিদেশে ছিলেন। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরেন। দলকে নেতৃত্ব দিয়ে চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন তিনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ