গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৮ এর চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে সোমবার ১১ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত বেভারলি হিলটনে বসবে ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসর। সঞ্চালনায় থাকবেন সেথ মেয়ার্স।
চূড়ান্ত মনোনয়নে এগিয়ে রয়েছে গুইলের্মো দেল তোরোর সিনেমা ‘শেপ অব ওয়াটার’। সাতটি মনোনয়ন জিতেছে এটি। এরপর রয়েছে পেন্টাগন পেপার ফাঁসের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’। এই সিনেমাটি পেয়েছে ছয়টি মনোনয়ন। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন জিতেছেন মেরিল স্ট্রিপ। অন্যদিকে একই সিনেমার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন টম হ্যাঙ্কস। থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি সিনেমাটিও ছয়টি মনোনয়ন পেয়েছে। এছাড়া টেলিভিশন অনুষ্ঠানে ছয়টি মনোনয়ন নিয়ে এগিয়ে এইচবিও’র ড্রামা ‘বিগ লিটল লাইস’।
উল্লেখযোগ্য কয়েকটি শাখায় মনোনয়ন প্রাপ্তদের তালিকা :
সেরা সিনেমা (ড্রামা) : কল মি বাই ইয়োর নেম, ডানকার্ক, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আইটসাইড এবিং, মিসৌরি।
সেরা সিনেমা (কমেডি অথবা মিউজিক্যাল) : দ্য ডিজাস্টার আর্টিস্ট, গেট আউট, দ্য গ্রেটেস্ট শোম্যান, আই টনিয়া, লেডি বার্ড।
সেরা অভিনেতা (ড্রামা) : টিমোথি ক্যালামেট (কল মি বাই ইয়োর নেম), ড্যানিয়েল ডে লুইস (ফ্যান্থম থ্রেড), টম হ্যাঙ্কস (দ্য পোস্ট), গ্যারি ওল্ডম্যান (দ্য ডার্কেস্ট আওয়ার), ডেঞ্জেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল, এস্ক)।
সেরা অভিনেত্রী (ড্রামা) : জেসিকা চ্যাস্টেইন (মলিস গেম), স্যালি হকিংস (দ্য শেপ অব ওয়াটার), ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), মিশেলে উইলিয়ামস (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড)।
সেরা অভিনেতা (কমেডি অথবা মিউজিক্যাল) : স্টিভ ক্যারেল (ব্যাটেল অব দ্য সেক্সেস), অ্যানসেল এলগোর্ট (বেবি ড্রাইভার), জেমস ফ্যাঙ্কো (দ্য ডিজাস্টার আর্টিস্ট), হিউ জ্যাকম্যান (দ্য গ্রেটেস্ট শোম্যান), ড্যানিয়েল কালুয়া (গেট আউট)।
সেরা অভিনেত্রী ( কমেডি অথবা মিউজিক্যাল) : জুডি ডেঞ্চ (ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল), মার্গোট রবি (আই, টনিয়া), সায়োর্সে রোনান (লেডি বার্ড), এমা স্টোন (ব্যাটেল অব সেক্সেস), হেলেন মিরেন (দ্য লেজার সিকার)।
সেরা পার্শ্ব অভিনেতা : উইলেম ড্যাফো (ফ্লোরিডা প্রোজেক্ট), আর্মি হ্যামার (কল মি বাই মাই নেম), রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)।
সেরা পার্শ্ব অভিনেত্রী : ম্যারি জে. ব্লিগ (মাডবাউন্ড), হং চাউ (ডাউনসিজিং), অ্যালিসন জেনি (আই, টনিয়া), লরি মেটকাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেন্সার (দ্য শেপ অব ওয়াটার)।
সেরা পরিচালক : গুইলের্মো দেল তোরো (দ্য শেফ অব ওয়াটার), মার্টিন ম্যাকডোনাফ (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), রিডলে স্কট (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্টিভেন স্পিলবার্গ (দ্য পোস্ট)।
টেলিভিশন :
সেরা টেলিভিশন সিরিজ (লিমিটেড অথবা মোশন পিকচার্স) : বিগ লিটল লাইস, ফার্গো, ফেউড : বেটি অ্যান্ড জোয়ান, দ্য সিনার, টপ অব দ্য লেক : চায়না গার্ল।
সেরা অভিনেতা (লিমিটিড সিরিজ) : রবার্ট ডি নিরো (দ্য উইজার্ড অব লাইস), জুড ল (ইয়ং পোপ), কাইল ম্যাকলকলান (টুইন পিকস), এওয়ান ম্যাকগ্রেগর (ফার্গো), জিওফ্রি রাস (জিনিয়াস)।
সেরা অভিনেতা (কমেডি অথবা মিউজিক্যাল) : অ্যান্থনি অ্যান্ডারসন (ব্ল্যাকইস), আজিজ আনসারি (মাস্টার অব নান), কেভিন ব্যাকন (আই লাভ ডিক), উইলিয়াম এইচ. মেছি (শেমলেস), এরিক ম্যাককোরম্যাক (উইল অ্যান্ড গ্রেস)।
সেরা বিদেশি সিনেমা : অ্যা ফান্টাস্টিক ওম্যান (চিলি), ফাস্ট দে কিল মাই ফাদার (কলম্বিয়া), ইন দ্য ফেড (জামার্নি, ফ্রান্স), লাভলেস (রাশিয়া), দ্য স্কয়ার (সুইডেন, জার্মানি, ফ্রান্স)।
উল্লেখ্য, সারা বছরের নির্মিত সিনেমাগুলোর স্বীকৃতিস্বরূপ দেয়া হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বছরের শুরুতে বিশ্বের সিনেমা প্রেমীরা অধির আগ্রহে অপক্ষো করেন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রবর্তিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ও গ্র্যামি অ্যাওয়ার্ডের পর সবচেয়ে বেশি দর্শক এই অনুষ্ঠানটি দেখেন।
আজকের বাজার:এলকে/এলকে ১২ ডিসেম্বর ২০১৭