জনবল নিয়োগ দেবে দেশের ৫ সরকারি ব্যাংক। ব্যাংকগুলো হলো-সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক লিমিটেড।
প্রত্যেকটি ব্যাংকেই অফিসার (ক্যাশ) পদে এই নিয়োগ দেওয়া হবে। মোট নিয়োগ পাবেন ৭৬৭ জন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংকে ২৪৪, রূপালী ব্যাংকে ১৯৭, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা আগামী ৫ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
আরএম/