১১ নভেম্বর, ২০১৯ নিজের ৭৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। জন্মদিনে প্রথম শুভেচ্ছাটা অবশ্য বিগ বি পেয়েছেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দার কাছ থেকে।
শ্বেতা যে বাবার ভীষণই কাছের সেকথা হয়ত অনেকেরই জানা। মাঝে মধ্যেই বাবার সঙ্গে বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায় শ্বেতাকে। শুক্রবারও বাবার সঙ্গে বিশেষ ছবি শেয়ার করে শ্বেতা লেখেন, ''যখন তুমি পাহাড়ের শৃঙ্গ ছোঁয়ার জন্য হেঁটে চলেছ, তখন এভাবেই চলতে থাকো। শুভ জন্মদিন বাবা। তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তন।''
আজকের বাজার/লুৎফর রহমান