ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতের সংখ্যা সংশোধন করে ১,৪০০ থেকে ১,২০০ জনে নামিয়ে এনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত এএফপি’কে বলেন, ‘এটি একটি হালনাগাদ হিসাব।’
এরআগে ইসরায়েল হামাসের ৭ অক্টোবরের হামলায় ১,৪০০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সমালোচনা করে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হাইয়াত বলেন, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ‘প্রায় ১,২০০ জনকে’ হত্যা করেছে।
এদিকে হাইয়াত আলাদাভাবে এএফপি’কে দেওয়া এক বিবৃতিতে হামাসের হামলায় নিহতের নতুন সংখ্যার খবর নিশ্চিত করেছেন।
৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েল হামাসকে ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করে গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান শুরু করেছে।
হামাস পরিচালিত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের উপর্যুপরি হামলায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি নিহত হয়েছে। এদের প্রায় অর্ধেক নারী ও শিশু। (বাসস ডেস্ক)