বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬৯ রান করেছিলো শ্রীলংকা। উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৬৪ ও রমেশ মেন্ডিস ২২ রানে অপরাজিত ছিলেন। আজ, তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ১ উইকেট হারিয়ে ২৪ রান যোগ করে নিজেদের ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। ব্যক্তিগত ৩৩ রানে রমেশকে আউট করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৭৭ রানে অপরাজিত থাকেন ডিকবেলা।
এছাড়া শ্রীলংকার পক্ষে অধিনায়ক দিমুথ করুনারতেœ ১১৮, লাহিরু থিরিমান্নে ১৪০, ওশাদা ফার্নান্দো ৮১, পাথুম নিশাঙ্কা ৩০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২ রান করে আউট হন। বাংলাদেশের তাসকিন ১২৭ রানে ৪টি, শরিফুল-তাইজুল-মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।