রাজধানীর সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বুধবার শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ।
বিক্ষোভে নেতৃত্ব দেয়া এক ছাত্র নেতা মোস্তাকিম আহমেদ বলেন, ‘সাত কলেজের ভার বহনের ক্ষমতা’ ঢাবির নেই। তাই তারা অধিভুক্তি বাতিলের দাবি জানাচ্ছেন।
প্রায় ৩০০ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দুপুরে শাহবাগে অবস্থান নেন। এতে শহরের ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ঢাবি শিক্ষার্থীরা পরীক্ষা শেষ দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ এবং ক্যাম্পাসে গণপরিবহন চলাচল বন্ধসহ চার দফা দাবি জানান।
ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আজকের বাজার/এমএইচ