হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিল্লাল হোসেন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক গাড়ি চালককে ৭ কেজি স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ প্রিভেন্টিভ টিম। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গার গেইট এলাকা থেকে একটি মাইক্রোবাস বের হওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করা হয়। পরে ওই গাড়ির দরজায় অভিনব কায়দায় লুকানো ৬০ টি স্বর্ণবার (৬.৯৬০ কেজি) উদ্ধার করা হয়েছে।
আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চালক (এমটি অপারেটর) মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এস/