ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ২৮ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৫ লাখ ৫৪ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। কোম্পানির ৩ লাখ ৪১ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৮ লাখ টাকা।
এসকে ট্রিমস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ লাখ ১৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ লাখ টাকা।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীণ ফোন, মুন্নু জুট স্ট্যাফলার্স, প্যাসিফিক ডেনিমস, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সিমটেক্স ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।